বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষীপুরে পুকুর থেকে ১৪ বছরের কিশোরীর লাশ উদ্ধার করেছে তার স্বজনরা। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। কিশোরী বেঁচে আছে ভেবে গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সাথে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান। তবে কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে না পারলেও বিবস্ত্র অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে জানান স্বজনরা।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার শাকচর গ্রামের বাসিন্দা ফয়েজ আহমদের কিশোরী মেয়েকে বাড়ীতে রেখে তার মা তার বাবার কর্মস্থল (ফেনী) যান। এসময় তাকে দেখভালের জন্য তার নানু হালিমা বেগমের দায়িত্ব দিয়ে যান মা। গত শনিবার সন্ধ্যার পর তাকে নিজ বাড়ীতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন নানুসহ স্বজনরা। রাত ৮ টার দিকে বাড়ীর পাশের পুকুরে বিবস্ত্র অবস্থায় তার দেহ ভাসতে দেখে দুই ভাই। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবদীন বলেন, কিশোরীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত শেষে ধর্ষণ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে। লক্ষীপুর সদর মডেল থানার ওসি লোকমান হোসেন জনান, আমি ঘটনাস্থল পরির্দশন করেছি। লাশ সদর হাসপাতাল মর্গে আছে। ময়না তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।