Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার রক্ষীবাহিনীর ভূমিকায় -ব্যারিস্টার মওদুদ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ১৯৭৪ সালের রক্ষিবাহিনীর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সরকারের প্রার্থীদের জনপ্রিয়তা নাই। যদি জনপ্রিয়তা থাকত তাহলে এ ধরনের ফ্যাসিবাদি আচরণ করত না। এ অবস্থা চিরদিন চলতে পারে না। আমার বাড়ি আসার ২-৩ দিন আগে রাতে পুলিশের বিশাল বহর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখায় গ্রেফতার করে যাতে দলীয় কাজে অংশ নিতে না পারে। এবারও আমি আসার দুই দিন আগে পুলিশ যুবদলের সেক্রেটারী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে এবং ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বাড়িতে পুলিশি অভিযান অব্যাহত। আমি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তিনি গতকাল রোববার দুপুর ২টায় কোম্পানীগঞ্জ মানিকপুরস্থ তার নিজ বাসভবনের সামনে মাদরাসা মিলনায়েতনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। সরকার আমাকে ইফতার মাহফিলও করতে দিচ্ছে না। কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভায় ইফতার হওয়ার কথা; সেখানেও অনুমতি মেলেনি। কবিরহাট উপজেলায়ও একই অবস্থা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রক্ষীবাহিনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ