Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালিকাভুক্ত সব কোম্পানির জন্য: আড়াই শতাংশ কর্পোরেট কর কমানোর সুবিধা চায় সিএসই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য আড়াই শতাংশ কর্পোরেট কর কমানোর সুবিধা সকল তালিকাভুক্ত কোম্পানির জন্য প্রদান করার দাবি জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। পাশাপাশি ভবিষ্যতে লিস্টেড এবং নন-লিস্টেড কোম্পানির কর্পোরেট কর হারের ব্যবধান বর্ধিতকরণের সুস্পট ঘোষণা চায় প্রতিষ্ঠানটি। রোববার সিএসই কনফারেন্স রুম, ইউনূচ সেন্টার, ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়। প্রেস বিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, সিএসইর পক্ষ থেকে পূর্বে উত্থাপিত দাবি কোনোভাবেই অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। আমরা চেয়েছিলাম তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হার ব্যবধান ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করতে। এ ব্যবধান বাড়ালে বাজারে ভালো কোম্পানি আসতে উৎসাহিত হত। এতে পুঁজিবাজারের স¤প্রসারণ ও মান বৃদ্ধি পেত। তবে তা হয়নি। তাই বাজেটে আমাদের প্রস্তাবগুলো বিবেচনার দাবি জানাচ্ছি।
বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে পুঁজিবাজারের স্বার্থে সিএসইর জানানো প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হলো: সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করণের জন্য সুস্পষ্ট তাগিদ এবং নির্দেশনা। বহুজাতিক কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করণের জন্য আইনী সংস্কার। বন্ড মার্কেটসহ পুঁজিবাজারের এডভ্যান্স প্রডাক্ট চালু করার কাঠামোগত সংস্কার। প্রাইভেট সেক্টরে বৈদেশিক ঋণ এবং সিন্ডিকেটিং ফাইন্যান্সিং অনুমোদনের সময় পুঁজিবাজারে তালিকাভুক্তির শর্তারোপ। পুঁজিবাজার বিকাশের জন্য জাতীয় ভিত্তিক শক্তিশালী সমন্বয় কমিটি গঠন। লিস্টেড কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ আয় থেকে দ্বৈত কর রহিতকরণ। পুঁজিবাজারে অবকাঠামো টেকসই উন্নয়নের লক্ষ্যে মানসম্মত এবং লাভজনক কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তি করার জন্য আইনি বাধ্যবাধকতা, রেগুলেটরি সমন্বয় এবং আর্থিক প্রণোদনা নিশ্চিত করার লক্ষ্যে কৌশল প্রনয়ন। পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের জন্য উপোযোগী এবং কার্যকর ব্যবসায়িক মডেল নিশ্চিত করার জন্য মেয়াদি কৌশল হিসাবে লেনদেনের ওপর ধার্য করা উৎসে কর কমানো এবং নতুন কোম্পানি তালিকাভুক্ত করার জন্য প্রণোদনা ঘোষণা। ক্যাপিটাল মার্কেট স্পেশাল প্রতিষ্ঠান হিসেবে আইসিবির ভুমিকা নিশ্বিত করার জন্য আইসিবিকে আর্থিকভাবে শক্তিশালী করা, বিভিন্ন ব্যাংক কতক আইসিবিকে প্রদত্ত ফান্ড ও ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট বিনিয়োগের বাইরে আইসিবির ভূমিকা সীমিতকরণ এবং সিএসইর ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়ার সফল বাস্তবায়ন তথা স্টেটেজিক ইনভেস্টর অন্তর্ভূক্তকরণের স্বার্থে এক্সচেঞ্জগুলোকে পরবর্তী তিন বছর ১০০% কর অবকাশ সুবিধা বহাল করা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। -ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালিকাভুক্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ