পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের বোর্ডসভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলোÑ প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সামিট পাওয়ার, ইউনাইটেড ইন্স্যুরেন্স, তসরিফা ইন্স্যুরেন্স, উত্তরা ফিন্যান্স, শাহজিবাজার পাওয়ার, প্রগতি ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, রেনেটা, সামিট এয়ারলাইন্স পোর্ট, কর্ণফুলী ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, জিএসপি ফিন্যান্স এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স। সভায় কোম্পানিগুলো ৩১ মার্চ ২০১৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। ঢাকা স্টক একচেঞ্জ লিস্টি রেগুলেশন ১৬ (১) অনুযায়ী কোম্পানিগুলো বোর্ডসভাটি করবে। ডিএসই সূত্রে জানা যায়, সামিট পাওয়ারের বোর্ডসভা ১৪ মে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মে রোববার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ডসভা। আগামী ১২ মে বৃহস্পতিবার ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে প্রগতি ইন্স্যুরেন্সের বোর্ডসভা। আগামী ১৪ মে শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে সাফকো স্পিনিংয়ের বোর্ডসভা। আগামী ১৪ মে শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে রেনেটার বোর্ডসভা। তসরিফা ইন্স্যুরেন্সের বোর্ডসভা আগামী ১৫ মে রোববার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। উত্তরা ফিন্যান্সের বোর্ডসভা ১২ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
শাহজিবাজার পাওয়ার কোম্পানির বোর্ডসভা আগামী ১৪ মে দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মে রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে সামিট এয়ারলাইন্স পোর্টের বোর্ডসভা। আগামী ১৫ মে রোববার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ডসভা। আগামী ১৪ মে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে জেএমআই সিরিঞ্জের বোর্ড সভা। আগামী ১২ মে বিকাল ৪টায় ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ১১ মে বিকাল ৫টায় প্রিমিয়ার ব্যাংকের বোর্ডসভা। ১২ মে বিকাল সাড়ে ৩টায় কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ১১ মে বিকাল পৌনে ৩টায় ন্যাশনাল ব্যাংকের বোর্ডসভা। ১২ মে বিকাল সোয়া ৪টায় ওয়াটা কেমিক্যালের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। আগামী ১২ মে বিকাল ৩টায় জিএসপি ফিন্যান্সের বোর্ডসভাটি অনুষ্ঠিত হবে। ১১ মে দুপুর আড়াইটায় প্রিমিয়ার লিজিংয়ের বোর্ডসভাটি অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।