রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে সত্য সন্ধানী বাস্তব চিত্র প্রকাশ করি বিষয়ক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও ইফতার মাহফিলের আযোজন করা হয়। মাগুরা সৈয়দ আতর আলী পাঠাগার মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় উক্ত মতবিনিময়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সেক্রেটারি হাফিজ মনিরুজ্জামান, মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ, তাজুল ইসলাম প্রমুখ। মতবিনিময় কালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরার দুটি সংসদীয় আসনের তাদের প্রার্থীদের পরিচয় করে দেন। মোস্তফা কামাল জানান, তাদের দল থেকে ৩০০ আসনের প্রার্থী মনোনয়ন সম্পন্ন হয়েছে। তিনি নির্বাচনে তার দলের বিজয় আশা করেন।
সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এড. সাইফুজ্জামান শিখর স্থানীয় সাংবাদিকদের সম্মানে তার মাগুরাস্থ বাসভবনে ইফতার মাহফিলের আয়োজন করেন। শনিবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিক ছাড়াও আ.লীগ মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাড. শফিকুজ্জামান বাচ্চু, মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।