বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল শুক্রবার ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু বলেন, এই বাজেট গরীব মারার বাজেট। এ বাজেট জনগণের কোনো উপকারেই আসবে না। তিনি আরো বলেন, নগরকান্দায় বিএনপি ও ওবায়দুর রহমানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিহত করতে হবে। বিএনপিতে যারা সরকারের সাথে আঁতাত করে চলছেন, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে, তাদের বিশ্বাস করা যায় না, তারা দলের ক্ষতি করছে। নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী বুলুর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।