প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড সুপারস্টার সালমান খানের এখন শ্বাস ফেলার জো নেই। তিনি একদিকে যখন ‘রেইস থ্রি’ ফিল্মের প্রচারে অংশ নিচ্ছেন তার পাশাপাশি ‘দশ কা দম’ রিয়েলিটি শোয়ের কাজও করছেন, সপ্তাহ খানেক আগে এই শোটির প্রচার শুরু হয়েছে। এর বাইরেও ২০১৯ সালের জন্য সালমানের হাতে এখন দুটি ফিল্মের কাজ বাকি আছে- ‘ভারত’ এবং ‘দাবাঙ থ্রি’। প্রথম ফিল্মটির কিছু কাজ সারলেও পরেরটির শুটিং এখনও শুরু করেননি তিনি।
‘ভারত’ পরিচালনা করছেন সালমানের দুই বøকবাস্টার ফিল্ম ‘সুলতান’ আর ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালক আলি আব্বাস জাফর। ‘দাবাঙ থ্রি’ পরিচালনা করবেন প্রভু দেবা, প্রভু সালমানের ‘ওয়ান্টেড’ ফিল্মটি পরিচালনা করেছিলেন।
‘রেইস থ্রি’র প্রচারের ফাঁকে সালমান বলেছেন, “আমি (‘রেইস থ্রি’র প্রচার থেকে) ফেরার পর ‘ভারত’ আর ‘দাবাঙ থ্রি’র কাজ একসঙ্গে শুরু করব। আমি আমার পুরনো ধারায় ফিরে যাব- দুটি ফিল্মের কাজ একসঙ্গে করব।”
‘দাবাঙ থ্রি’তে সোনাক্ষি সিনহা এবং আরবাজ খান তাদের স্ব স্ব ভূমিকায় ফিরবেন। ‘ভারত’-এ সালমানের বিপরীতে আছেন প্রিয়াঙ্কা চোপড়া, এছাড়া দিশা পাটানিও এতে অভিনয় করেছেন; এটি ২০১৯-এর ঈদে মুক্তি পাবে। রেমো ডি’সুজা পরিচালিত ‘রেইস থ্রি’ এবারের ঈদ উপলক্ষে ১৫ জুন মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।