বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন ঈদ-উল-ফিরত উপলক্ষে মাদারীপুরে অতিরিক্ত যাত্রীদের চাপ সামলাতে প্রস্তুত কাঁঠালবাড়ি ঘাট। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের প্রবেশদ্বার এই ঘাটে যাত্রীদের নিরাপত্তায় কয়েক দফায় বিশেষ সভা করেছে স্থানীয় প্রশাসন। কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, ঈদে যাত্রী ও যানবাহন পারপারে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১৯টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পীডবোট চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া যাত্রীদের নিরাপত্তায় সিসি টিভি ক্যামেরার পাশাপাশি ৩ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে। এদিকে যাত্রীদের সুবিধার্থে কাঁঠালবাড়ি ফেরিঘাটের পাশাপাশি পুরোনো কাওড়াকান্দি লঞ্চঘাটটি চালু রাখা হয়েছে। তবে, নদীতে স্রোত আর ঝড়ো বাতাস থাকলে যাত্রীদের ফেরিতে পারাপারের সুযোগ রাখা হয়েছে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে। এছাড়া যাত্রী হয়রানী বন্ধে স্পীডবোট ও লঞ্চঘাট এলাকায় মন্ত্রণালয়ের নির্ধারিত ভাড়ার তালিকা টানিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলেও জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।