Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার পাঠালেন আইজিপি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

দায়িত্ব পালন করার সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের ঈদ উপহার দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী। গতকাল বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের জানমালের নিরপত্তা বিধানকালে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেন। ২০১৭ সালে ১৩০ জন পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় জীবন দিয়েছেন। এ কারণে ১৩০ জন পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বার্তা, খাদ্য ও উপহার সামগ্রী দিয়েছেন পুলিশ প্রধান। জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সঙ্গে সমাজ ও রাষ্ট্র সব সময় থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এবারই প্রথমবারের মতো এ ধরনের উপহার দেয়া হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ