Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

দাগনভূইয়ার ফারুক আহাম্মদ শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

দাগনভূইয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ ফারুক আহাম্মদ মজুমদার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮-এ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক মনোজ কুমার রায় এ কৃতিত্বপূর্ন সনদ ও ক্রেস্ট প্রদান করেন। তখন বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমানসহ আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় জেলা-উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। ফারুক আহাম্মদ মজুমদার বলেন, এর আগে তিনি ২০১৬-১৭ সালে জেলা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন। এ জন্য তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও তার প্রতিষ্ঠানে ধারাবাহিক সফলতার জন্য সকলের দোয়া চেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ