Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ সকাল ১১ টায় এটিএন বাংলায় প্রচার হবে বিতর্ক প্রতিযোগিতা। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে উক্ত প্রতিযোগিতায় মুখোমুখি হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজ। বিতর্ক অনুষ্ঠান নির্মাতা হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিকল্পনা, নির্দেশনা ও পরিচালনায় এই পর্বের প্রতিযোগিতায় অতিথি আলোচক থাকবেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। দৃষ্টি-প্রতিবন্ধী ব্যক্তিদের সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমেই উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে করণীয় নিয়ে ছায়া সংসদের আদলে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সরকারি দল চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ও বিরোধী দল ইডেন কলেজ উভয় শিক্ষা প্রতিষ্ঠানের ৫ জন করে মোট ১০ জন বিতার্কিক উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তাদের প্রতি সমাজের বিভিন্ন স্তরের উপেক্ষা, বঞ্চনা ও বৈষ্যম্যের চিত্র এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা কিভাবে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে সে সকল বিষয়গুলি এ অনুষ্ঠানের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে জানানোর চেষ্টা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ