বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কোটালিপাড়ায় চোরাই মোটরসাইকেল ও ইয়াবা নিয়ে মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার কোটালিপাড়া থানার এসআই মো: মোশারফ হোসেন, এসআই হায়াতুর রহমান, এ এস আই নজরুল ইসলাম, এ এস আই মনির হোসেন ও এ এস আই রবিন মজুমদার গোপন সংবাদ পেয়ে উপজেলার ওয়াবদারহাট এলাকায় অভিযান চালিয়ে নোয়াধা গ্রামের সিদ্দিক মোল্লার বাড়ী থেকে সাইফুল ইসলাম বাদশা (৩৫), মো: সোহেল (১৮) ও মোসা: রাজিয়া বেগম (৩০) কে গ্রেফতার করে। সাইফুল ইসলাম বাদশা বরিশাল জেলার মুলাদি উপজেলার চিলমারি গ্রামের আব্দুর রফ সরদারের ছেলে, মো: সোহেল কোটালিপাড়ার নোয়াধা গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ও রাজিয়া বেগম সাইফুল ইসলাম বাদশার স্ত্রী। তাদের বিরুদ্ধে কোটালিপাড়া থানায় মোটরসাইকেল চুরি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা হয়েছে। এর আগে তারা সিদ্দিক মোল্লার বাড়ীতে মোটরসাইকেলটি বিক্রয়ের চেষ্টা করেছিল। কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ কামরুল ফারুক বলেন- ১টি চোরাই মোটরসাইকেল বিক্রয় হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করে, তাদের হেফাজত থেকে ১ চোরাই মোটরসাইকেল ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।