Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় অস্ত্র-গুলিসহ দুই ডাকাত আটক

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ১২:৫৪ পিএম

সাতক্ষীরায় অস্ত্র-গুলিসহ দুই ডাকাতকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, পাঁচটি রাম দা ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুন) ভোররাতে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ার লস্কর ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কালিগঞ্জের কাশিবাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোজাফফর হোসেন (৩৮) ও সদর উপজেলার ডুমুরতলার মোজাম্মেল হকের ছেলে আতাউর রহমান বাবলু (৩২)।

সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সাতক্ষীরা-যশোর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ছয়ঘরিয়ার লস্কর ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ