গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিশেষ সংবাদদাতা : রাজধানীর বনশ্রী এলাকায় খানকা শরীফে মাদকবিরোধী অভিযান চালিয়ে তরিকত ফেডারেশনের এক নেতাসহ ১২ জনকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া কামরাঙ্গিরচর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার ও মাদক উদ্ধার করেছে।
র্যাব-৩ এর মেজর আব্দুল্লাহ আল মারুফ জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে বনশ্রী এলাকায় খানকা শরীফে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ অভিযানে গ্রেফতারকৃত ১১জনের কাছ থেকে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। বনশ্রী জি বøকে ৬ নম্বর মাঠের সরকারি জায়গা দখল করার জন্য তারা টিনের ঘর বানিয়ে তৈয়বিয়া মাইজভান্ডারি খানকা শরীফ, বাংলাদেশ মাইজ ভান্ডারি ফোরাম ব্যানার লাগিয়েছিল। এটা মাদক সেবন এবং কেনাবেচার একটা বড় আড্ডাখানা হয়ে দাঁড়িয়েছিল। রাত ৯টার পর তারা সেখানে অভিযানে যান জানিয়ে র্যাব কর্মকর্তা মারুফ বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে সেলিম ভূইয়া তরিকত ফেডারেশনের স্থানীয় সভাপতি।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জনকে ছয় মাস থেকে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে । প্রায় ১৪ কাঠার এ সরকারি জায়গা তারা ২০ বছর ধরে অবৈধভাবে দখল করেছিল। অভিযানের সময় তাদের কাছে জায়গার কাগজ দেখতে চাওয়া হলে তারা দেখাতে পারেননি। এজন্য তাদের উচ্ছেদ করে দেয়া হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে কামরাঙ্গিরচর উপজেলা হাসপাতাল এলাকায় গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার ও বেশ কিছু মাদক উদ্ধার করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।