Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিছুটা অগোছালো মা কেইট হাডসন

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অভিনেত্রী কেইট হাডসন দুই পুত্রসন্তানের মা। তার দুই ছেলে রাইডার আর বিংহ্যামের বয়স যথাক্রমে ১২ আর ৫। ছেলেদের দেখাশোনার ব্যাপারে তিনি যথেষ্ট সতর্ক হলেও মাঝেমাঝে তিনি কিছুটা অগোছালো মাতে পরিণত হন।
ইনস্টাইল সাময়িকীতে ‘সামটাইমস আই ফিল লাইক এ ব্যাড মম’ শীর্ষক এক প্রবন্ধে তিনি দুই সন্তানের একক পেশাজীবী মা হিসেবে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
৩৬ বছর বয়সী অভিনেত্রীটি স্বীকার করেছেন বড় ছেলে রাইডারের সঙ্গে তার বন্ধন অনেকটাই বিচিত্র। এর কারণ হিসেবে তিনি মা হবার সময় তার কম বয়সের কথা বলেন। রাইডারের বাবা দ্য বø্যাক ক্রোজ ব্যান্ডের ফ্রন্টম্যান ক্রিস রবিনসন। রাইডারের জন্মের সময় কেইটের বয়স ছিল ২৩।
“রাইডারের জন্মের সময় আমার বয়স খুব কম ছিল, ২৩ এর মতো। তাই, আমাদের সম্পর্কে সবসময়ই কিছুটা বিচিত্র। আমি বোঝাতে চাচ্ছি, আমরা খুব ঘনিষ্ঠ, আর আমি তার মা। আমি সব সময় ভদ্র আচরণকে গুরুত্ব দিই। বিনয় আমার কাছে গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞতা প্রকাশ আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে আমি কিছুটা অগোছালো মা,” হাডসন বলেন।
তিনি জানিয়েছেন তার সন্তানদের সঙ্গে সময় কাটাতে তার ভালো লাগে, তাদের বাড়ির কাজ দেখিয়ে দেন তিনি এবং তাদের মতামতে শোনে, তবে একসময় তার নিজেরও একান্তে কিছু সময় প্রয়োজন পড়ে।
“কোনও দিন মনে হয় আমার দিনের শ্রেষ্ঠ মায়ের পুরস্কার দেয়া উচিত, তো কোনও কোনও দিন আমার বাড়ির দূর কোনও কোণে আমি কিছু অদ্ভুত কাজ করি যার কোনও যুক্তি নেই। আর তখন মনে হয় আসলেও আমি আমার সন্তানদের কাছ থেকে পালিয়ে থাকতে চাইছি,” তিনি বলেন।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিছুটা অগোছালো মা কেইট হাডসন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ