Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রকাশনা উৎসবে ‘ভাবনা’ ও ‘আমার আমি’

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন থেকেই সুদূর প্যারিসে বসবাস করে আসছেন শিল্পী দম্পতি আরিফ রানা ও কুমকুম। দেশে একটি অ্যালবাম প্রকাশ করবেন বলে মাস খানেক আগে ফ্রান্স থেকে ছুটে এলেন বাংলাদেশে। অ্যালবামের কাজ গুছিয়ে এনেছিলেন প্যারিস থেকেই। আরিফ রানার অ্যালবামের নাম ‘ভাবনা’ ও কুমকুমের অ্যালবামের নাম ‘আমার আমি’। রাজধানীর একটি রেস্তোরায় বৃহস্পতিবার সন্ধ্যায় জি-সিরিজের অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত অ্যালবাম দু’টির মোড়ক উন্মোচিত হয়। অ্যালবামের প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, আকতারুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া, নির্মাতা মাসুদ হোসেন উজ্জল, গীতিকার আশরাফ উদাস, কণ্ঠশিল্পী পথিক নবীসহ অনেকে। আরিফ রানা বলেন, ‘অনেকের সহযোগিতা পেয়েছি বলেই খুব সহজেই দুটো অ্যালবাম প্রকাশ করা সম্ভব হলো। আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাইকে গানগুলো শোনার আমন্ত্রণ। আশা করি সবার ভালো লাগবে।’ বিশেষ কারণে আগেভাগেই প্যারিস ফিরে গেছেন কুমকুম। বৈশাখের পরপরই তিনিও পাড়ি জমাবেন ফ্রান্সে। শিগগিরই দুই অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশনা উৎসবে ‘ভাবনা’ ও ‘আমার আমি’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ