প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এই সপ্তাহের দুটি চলচ্চিত্র নিয়ে সবার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। ‘বিরে দি ওয়েডিং’ ফিল্মটি যে এতোটা আয় করবে তা যেমন ধারণা করা হয়নি তেমনি ‘ভবেশ জোশি সুপারহিরো’র যে এমন ভরাডুবি হবে তাও কেউ অনুমান করেনি। অনেকেই পূর্বাভাস দিয়েছিল প্রথম ফিল্মটি প্রথম দিন বেশি হলে ৫ কোটি রুপি আয় করবে সেখানে আয় করেছে ১০ কোটি রুপির বেশি। আর ‘ভবেশ জোশি সুপারহিরো’ অনুমিত ৫ কোটি রুপির জায়গায় আয় করেছে অর্ধ কোটি মাত্র।
একভাবে চিক ফ্লিক আর অন্যভাবে গার্ল বাডি কমেডি ‘বিরে দি ওয়েডিং’ পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। আর এতে অভিনয় করেছেন কারিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া, সুমিত ব্যস, বিবেক মুশরান, পরেশ পাহুজা, মনোজ পাহভা, নিনা গুপ্তা এবং গেবি চাহাল। শুক্রবার ফিল্মটি আয় করেছে ১০.৭০ কোটি রুপি। শনিবারের আয় ১২.২৫ কোটি রুপি। রবিবারের ১৩.৫৭ কোটি রুপি আয়ে চলচ্চিত্রটির সপ্তাহান্তের আয় ৩৬.৫২ কোটি রুপি। সোমবার ফিল্মটির আয় ৬.০৪ কোটি রুপি।
ড্রামা ফিল্ম ‘ভবেশ জোশি সুপারহিরো’ যে খুব মন্দ ছবি তা বলা যায় না। প্রশংসায় বরং এর প্রতিদ্ব›দ্বীর সমানে সমান। কিন্তু দর্শক টানতে পারেনি বলে সপ্তাহান্তের পরই থিয়েটারগুলো ফিল্মটি নামিয়ে ‘বিরে দি ওয়েডিং’ দেখানো শুরু করেছে। বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালিত ফিল্মটিতে অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর, নিশিকান্ত কামাট, প্রিয়াংশু পাইনিউলি, অর্জুন কাপুর এবং বিশেষ ভূমিকায় শিবানী দান্ডেকার এবং আনুশা দান্ডেকার। ফিল্মটি সোমবার পর্যন্ত আয় করেছে ২ কোটি রুপির কম। ‘পরমাণু : দ্য স্টোরি অফ পোখরান’-এর আয় দুয়েক দিনের মধ্যে ৫০ কোটি রুপি ছাড়াবে।
ছবি: বিরে দি ওয়েডিং।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।