মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিক্ষোভকারী একদল জনতা আবারও কারফিউ উপেক্ষা করে একটি সরকারি কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এত করে নতুন সংঘর্ষের সূত্রপাত হয়। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফলে সেখানে সেনা তলব করা হয়েছে। খবরে বলা হয়, দুই স¤প্রদায়ের মধ্যে মারামারির জেরে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সেনা তলব করা হয়েছে। সমগ্র খাসি পাহাড় অঞ্চলে মোবাইল ফোনে ইন্টারনেট এবং এসএমএস সার্ভিস আগে থেকেই সাময়িকভাবে বন্ধ আছে। প্রয়োজনে ব্যক্তিমালিকানাধীন ‘ব্রডব্যান্ড সার্ভিস’ বন্ধ করে দেয়া হবে বলেও সোমবার জানান স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা। সীমান্তবর্তী মেঘালয়ের শিলংয়ের কয়েকটি এলাকায় টানা চারদিন ধরে বিক্ষুব্ধ জনতার জ্বালাও-পোড়াও এবং ভাংচুর চলছে। পুলিশ তাদের বাধা দিতে গেলে তারা পুলিশের উপরও হামলা করে। তারপরই রাজ্য সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছিল। আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সোমবার গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগরীতে প্যারা-মিলিটারির ১১টি কোম্পানি পাঠানো হয় বলে জানায় এনডিটিভি। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।