Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আফগানিস্তানে যৌথ অভিযানে নিহত ৮৭ আত্মঘাতী হামলায় কাবুলে নিহত ১৪

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে মুসলিম ধর্মীয় নেতাদের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। সোমবার এক মটরসাইকেল আরোহী এই আত্মঘাতী হামলা চালায়। সমাবেশ থেকে ধর্মীয় নেতারা আত্মঘাতী হামলার বিরুদ্ধে ফতোয়া জারির পরপরই এই হামলা চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তানের এক সিনিয়র সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছেন সাতজন ধর্মীয় নেতা, চারজন নিরাপত্তা কর্মকর্তা ও তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এছাড়া আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছেন অন্তত ৮৭ জন। দেশটির সশস্ত্র বাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে অভিযান চালায়। এতে আহত হয়েছেন আরও ২৩ জন। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসীদের নির্মূলে নানগারহার, গজনি, উরুজগান, জাবুল, হেরাত, ফারিয়াব, হেলমান্দ, বাগলান, তাখার ও বাদাখশানে যৌথ অভিযান চালায় দেশটির সশস্ত্র ও বিমানবাহিনী। এতে অন্তত ৮৭ সন্ত্রাসী নিহত হয়। আহত হয়েছেন অন্তত ২৩ জন। আহতরাও সন্ত্রাসী বলে জানানো হয়। ফারিয়াব প্রদেশে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তালেবান কমান্ডারসহ সংগঠনটির বেশ কজন সদস্য রয়েছেন। এপি, রয়টার্স, এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ