Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগমগঞ্জ গ্যাসফিল্ডের ৩নং জোনে উত্তোলন শুরু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজিরহাটে অবস্থিত বেগমগঞ্জ গ্যাসফিল্ডে তিন নাম্বর তেল-গ্যাস অনুসন্ধান জোনে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। আগামী ঈদের পরেই জাতীয় গ্রীডে সংযোগ দেওয়া যাবে বলে জানান বাপেক্স কর্মকর্তারা। গতকাল সোমবার সকাল ১০টায় ঐ জোন থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হয়েছে। প্রকল্পের খনন অনুসন্ধান কর্মকর্তারা জানান, কূপটির তৃতীয় জোনে সকাল ১০টার দিকে গ্যাসের প্রবাহ দেখে সেখানে আগুন দেওয়া হয়। তবে আগামী দুইদিন কূপে গ্যাসের প্রবাহ রেকর্ড করে এখানে কি পরিমাণ গ্যাস রয়েছে এবং তা উত্তোলন কতটা লাভজনক হবে তা নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক পর্যবেক্ষণের পর কূপটিতে গ্যাস মজুদ রয়েছে বলে পেট্রোবাংলাকে রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই রিপোর্টের প্রেক্ষিতে বাপেক্স’এর পরিচালনা পর্ষদ প্রকল্পটি খননের উদ্যোগ নেয়। বাপেক্সের পরিচালক (অপারেশন) তোফায়েল আহমেদ জানান, প্রকল্পের আওতায় কেয়ার্ন কর্তৃক চিহ্নিত এলাকায় ২ডি সাইসমিক সার্ভে পরিচালনার মাধ্যমে আহরিত উপাত্ত ও নমুনা বিশ্লেষণ করে ক‚প খননের স্থান চিহ্নিত করার পর প্রায় ৩ হাজার ৫’শ মিটার (সাড়ে তিন কিলোমিটার) গভীর অনুস ন্ধান ক‚প খনন এবং ক‚প পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এই গ্যাস নোয়াখালীসহ দেশের শিল্প ও বাণিজ্যিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নোয়াখালী, ফেনী, লক্ষীপুর জেলায় বিরাজমান গ্যাস সঙ্কট নিরসনে সহায়তা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাসফিল্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ