প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টম ক্রুজ তার অভিনয়ে ব্লক বাস্টার ফিল্ম ‘টপ গান’ সিকুয়েলের সেটে ফিরবেন অচিরেই। এই ঘোষণা টম নিজেই দিয়েছেন একটি টুইটের মাধ্যমে। তিনি জানিয়েছেন চলচ্চিত্রটির নাম হবে ‘টপ গান : ম্যাভরিক’। তিনি ফাইটার বিমানের দিকে তাকিয়ে আছেন এমন একটি ছবি যুক্ত করে প্রথম ফিল্মের সংলাপ ‘আই ফিল দ্য নিড, নিড ফর স্পিড’ থেকে ‘ফিল দ্য নিড’ কথাটি যোগ করেছেন।
জানা গেছে নতুন ফিল্মটি নির্মিত হবে বর্তমানের প্রেক্ষাপটে। এই সময় টমের চরিত্রসহ ফাইটার পাইলটরা ড্রোন প্রযুক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে আছে। ড্রোন পুরনো ধারার উড্ডয়নকে প্রায় বিদায় দিতে বসেছে।
টম এই ফিল্মেও পিট ‘ম্যাভরিক’ মিচেলের ভূমিকায় অভিনয় করবেন। প্রযোজক হিসেবে ফিরছেন জেরি ব্রাকহাইমার এবং পরিচালনা করছেন ‘অবলিভিয়ন’ এবং ‘ট্রন : লেগেসি’র জন্য খ্যাত জোসেফ কসিনস্কি। টোনি স্কটের পরিচালনায় ১৯৮৬’র ‘টপ গান’ টম ক্রুজকে আন্তর্জাতিক তারকায় পরিণত করে। এতে আরও অভিনয় করেছিলেন কেলি ম্যাকগিলিস এবং ভ্যাল কিলমার। টম বলেছেন, “এতে আগেরটির মত একটি ভলিবল দৃশ্য থাকবে!” ফিল্মটি মুক্তি পাবে ১২ জুলাই, ২০১৯।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।