Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বাউফলের হাটেবাজারে পথসভা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

পটুয়াখালী ০২ বাউফল আসনের বিএনপি দলীয় মনোনায়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস সপ্তাহব্যাপী জন সংযোগের অংশ হিসেবে বাউফলের বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগসহ নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন। সম্প্রতি উপজেলার দাসপাড়া, বাউফল, আদাবাড়িয়া, নওমালা ও বগা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে পথসভার মাধ্যমে এ আহব্বান জানান। আনিসুর রহমান আনিস এ সকল পথসভায় আরো বলেন, আবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে এ মুক্তি আন্দোলনই সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে দিবে। এ লক্ষে তিনি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এক হওয়ার আহব্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যক্ষ কাজী নাসির উদ্দিণ, আবদুল খালেক, শাহজাহান বেপারী, ইঞ্জি. মাহবুব হোসেন, যুবদল নেতা- তারেক রহমান, ছাত্রদল নেতা- ইমরান হোসেন, সুজন, মোঃ বাদল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ