রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
এদেশকে উন্নত করতে চাইলে আবারও উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা নৌকা মার্কায় ভোট দিতে হবে। মালেশিয়ার প্রধানমন্ত্র মাহাথির মোহাম্মাদ ১৭ বছর ক্ষমতায় থেকে দেশকে বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত করেছে। মালেশিয়া বিশ্বের আজ মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশকেও উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাইলে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে শেখ হাসিনার মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনারকে আবারও ক্ষমতায় আনতে হবে। গত রবিবার বেলা সাড়ে ৫টায় বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ মাঠে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামূল হক, দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন চার্জ ওসি (তদন্ত) নাজমূল হক, নওগাঁ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রনজিত কুমার, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. আমজাদ হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।