পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রায় পক্ষে গেলে বিএনপি আইন মানে, বিপক্ষে গেলেই সরকারের হস্তক্ষেপ বলে প্রচার করে, আদালত বিএনপি বা আওয়ামী লীগের নিয়মে চলে না’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের প্রধান কার্যালয়ে বিআরটিসি স্পেশাল বাস সার্ভিস ও অন্যান্য প্রস্তুতি নিয়ে ডিপো ম্যানেজারদের সঙ্গে এক সভায় তিনি এই মন্তব্য করেন। এসময় সড়ক পরিবহন বিভাগের সিনিয়র তথ্য অফিসার আবু নাসেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আদালত খালেদা জিয়াকে কেন জামিন দিচ্ছেন না- বিএনপি নেতাদের এমন প্রশ্ন সরকারের কাছে নয়, আদালতের কাছে জিজ্ঞাসা করা উচিত।
আসন্ন ঈদে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য রাজধানী ঢাকা, গাজীপুর ও অন্যান্য এলাকায় ঈদের আগে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, ‘এখন রাজধানীতে সিটি কর্পোরেশন ও ওয়াসার অনেক কাজ চলছে। এর মধ্যে যেসব রাস্তায় খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে, তা আগামী ২১ জুন পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। ইতোমধ্যে সিটি কর্পোরেশন ও ওয়াসার সঙ্গে কথা হয়েছে। আমি তাদের কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছি।’
তিনি বলেন, ‘গাজীপুরসহ সারা দেশে যেসব সড়কে উন্নয়নমূলক কাজ চলছে, তা আগামী ১৫ দিন বন্ধ রাখলে ক্ষতি হবে না। তাই আমি তাদেরকেও আগামী ২১ জুন পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেছি। যাতে করে ঈদযাত্রায় সড়কে কোনো ভোগান্তি না হয়।’
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের সেবা নিশ্চিত করতে বিআরটিসির ৯০৪টি বাস প্রস্তুত রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল মঙ্গলবার (৫ জুন) থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বিআরটিসি। আগামী ১৩ জুন থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত এ বিশেষ সার্ভিস চলবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘বাসের অবস্থা খারাপ। ছাল-বাকল উঠে গেছে। জানালার গ্লাস ভাঙা। অনেক জালানার অর্ধেক আছে আর বাকি অর্ধেক নেই।’ এ সময় এসব বাস দ্রুত মেরামত করতে বিআরটিসি চেয়ারম্যানকে নির্দেশ দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।