গোপালগঞ্জের মুকসুদপুরে কোন্দল থামাতে গিয়ে মারধরে মো. ইদ্রিস আলী শেখ (৭০) নামে এক মুক্তিযোদ্ধা খুন হয়েছেন।
লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- জাফর মাতুব্বর, খশরু মাতুব্বর ও মায়া বেগম।
নিহত মো. ইদ্রিস আলী শেখ একই এলাকার বাসিন্দা। তিনি ঘোড়াশাল সার কারখানার অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর।
এর আগে রোববার বিকালে উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামে এ খুনের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মুকসুদপুর উপজেলার মুনিরকান্দি গ্রামে বাড়ির পাশে রাস্তায় ভ্যানগাড়ি রেখে চালের বস্তা নামানো কেন্দ্র করে সকালে সবুজ শেখ ও আল আমিন মাতুব্বরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে বিকালে প্রতিপক্ষরা সনেকা বেগমকে (৭০) মারধর করে। এ সময় মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী শেখ মারামারি থামাতে গেলে প্রতিপক্ষরা তাকেও মারধর করে। এ সময় তিনি গুরুতর আহত হন। ইদ্রিস আলী শেখকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।