Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-বগুড়া মহসড়কের ফোর লেন রোড সোজা করার দাবি

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা পালস জেনারেল হাসপাতাল হতে ধড়মোকাম (হাওয়াখানা) পর্যন্ত রাস্তা সোজা রাখার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ ও এলাকাবাসী। গতকাল রোববার বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালন কালে তাদের বক্তব্যে বক্তারা বলেন, রাস্তাটি বাঁকা হওয়ার ফলে শেরুয়া বটতলা এলাকায় অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার কারণে এলাকাবাসী দীর্ঘদিন যাবত সড়ক ও জনপথ কর্তৃপক্ষের নিকট রাস্তা সোজা করার দাবি জানিয়ে আসলেও তারা এ ব্যাপারে কর্নপাত করেনি। গত ২২ এপ্রিল এখানেই একটি ট্রাকের চাপায় সুমি নামের একটি শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে যায়। মহাসড়কটি ফোরলেনের জন্য উন্নীত করা হলেও রাস্তাটি বাঁকাই থেকে যাচ্ছে যা কোন অবস্থাতেই কাম্য নয়।’ বক্তারা আরও বলেন, দেশের সব জায়গায় ফোর লেন রাস্তার বাঁক সোজা করা হলেও এখানে রাস্তাটি আরো বাঁকা করা হচ্ছে। ফলে এখানে আরো বেশি সড়ক দুর্ঘটনার শঙ্কা থেকেই যাচ্ছে। মানবন্ধনে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সভাপতি রোটারিয়ান মোস্তাফিজুর রহমান, শাহবন্দেগী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ রিয়াজ উদ্দিন, শাহবন্দেগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার সাইদার রহমান সাকিব, আব্দুল মোতালেব ভূঁইয়া, বদিউর রহমান, আঃ সামাদ, মহুবর রহমান, ফারুক হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহসড়কের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ