রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগকেও নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। যার প্রমাণ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মিথ্যা ভিত্তিহীন মামলায় কারাগারে আটকে রেখেছেন। আইনি লড়াইয়ে বেগম জিয়াকে মুক্ত করা যাবে না। ইতোমধ্যে তার প্রমাণ আমরা পেয়েছি। তাই আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার জন্য নেতাকর্মীদের প্রস্ততি নিতে হবে। খালেদা জিয়াকে ছাড়া এ দেশে কোন নির্বাচন হতে দেয়া যাবে না। গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বেগম জিয়ার নেতৃত্বের কোন বিকল্প নেই। তাই আওয়ামী লীগের কোন পাঁতানো ফাঁদে বিএনপি পা দিবে না। বেগম জিয়াকে মুক্ত করে মানুষের ভোটাধিকার ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। তিনি গত শনিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলার কালা বিবির দীঘির মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট মোহাম্মদ কবির চৌধুরী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সলিমুল্লাহ খান, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কাশেম, প্রবাসী কল্যাণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ আলী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।