রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রানীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল শহর থেকে প্রায় ২০ কিমি. দূরে সীমান্ত এলাকায় ধর্মগড় ইউনিয়নের ম-লপাড়া নামক গ্রামে অগ্নিকা-ে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত মেঘুরাম, অমলচন্দ্র, ধীরেন চন্দ্র, কলেন চন্দ্র, অলেন চন্দ্র ও মলিন চন্দ্র জানান, গত শনিবার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। দমকল বাহিনীর সদস্যরা জানান, পীরগঞ্জ থেকে প্রায় ৩৩ কিমি. দূরে ঘটনাস্থল। সেখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় তাদের। ঘরবাড়ি পুড়ে যাওয়ার পর দমকলবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তবে ওই গ্রামের একটি বাড়িও আগুনের হাত থেকে রক্ষা পায়নি। নবাগত চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল জানান, ক্ষতিগ্রস্তরা সর্বস্বান্ত হয়ে গাছতলায় মানবেতর জীবনযাপন করছেন। ঘটনাস্থলে এখন পর্যন্ত প্রশাসনিক কোনো দফতর থেকে কেউ আসেনি। তবে সাহায্যের আস্বাস দিয়েছে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের ছেলে মাজাহারুল ইসলাম সুজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।