Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানোরে ধর্ষণের স্বীকার ক্লিনিকের আয়া

তানোর(রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

রাজশাহীর তানোরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রভাবশালী ঘরের সন্তান দ্বারা প্রেমিক কর্তৃক ধর্ষণের স্বীকার হয়েছে মডেল ক্লিনিকের আয়া। ওই ধর্ষিতা নারী প্রায় দেড় বছর ধরে তানোর মডেল ক্লিনিকে আয়ার চাকরি করতেন। স্বামী পরিত্যক্ত ধর্ষণের স্বীকার ওই নারীর গর্ভের ৫ মাসের সন্তান নষ্ট করে ফেলার অভিযোগ ও রয়েছে ওই ধর্ষকের বিরুদ্ধে। বর্তমানে ওই নারী তার পিতার বাড়ীতে মায়ের হেফাজতে রয়েছে। এঘটনায় ওই নারী বাদি হয়ে ওই ধর্ষককে আসামী করে গত শুক্রবার রাত ৯টার সময় তানোর থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার জৈনক ব্যক্তির কন্যা (২৮)’র সাথে একই উপজেলার আমশো গ্রামের আবদুল হামেদের পুত্র রাসেল উদ্দিনের (৩২)’র প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্র ধরে ওই নারী (প্রেমিকা) তার কর্মস্থল মর্ডান ক্লিনিকের পাশের্^ রাসেলের বাড়ীতে প্রায় ৭ মাস ধরে যাতায়াত করতেন এবং বিয়ের প্রলোভন দিয়ে রাসেল তার প্রেমিকাকে) বাড়ীতে ডেকে নিয়ে প্রায় সময় ধর্ষণ করতেন। এক সময় ওই নারী গর্ভে সন্তান আসলে বিষয়টি তিনি রাসেলকে জানায় এবং তাকে বিয়ে করতে বলে। তখন রাসেল কৌশুলে ওই নারীকে বিয়ের কথা বলে তার গর্ভের সন্তানটি নষ্ট করতে বলে এবং তাকে সন্তান নষ্টের জন্য ঔষধ কিনে দেয়। সেই ঔষধ খেয়ে তার গর্ভের সন্তান নষ্ট করে ওই নারী। সন্তান নষ্টের পর হতে ওই ধর্ষিতা নারী সাথে রাসেল যোগাযোগ বিছিন্ন করে আত্মগোপনে চলে যায়। বিষয়টি ওই নারী রাসেলের পরিবারকে জানালে তার পরিবার কোন ব্যবস্থা নেয়নি। নিরুপাই হয়ে ওই নারী গত শুক্রবার রাত ৯টার দিকে থানায় উপস্থিত হয়ে ওই ধর্ষক রাসেলকে আসামী করে থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। আর অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আত্মগোপনে গিয়ে তিনি রক্ষা পাবেনা বলে জানান এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ