বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোট মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, গাজীপুরে আমার জন্ম। গাজীপুরের বাইরে আমার কোন বাসা-বাড়ি নাই। আমার সারা জীবনের কর্ম গাজীপুরবাসীর জন্য উৎসর্গ করেছি। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসা ও বিশ্বাসে জীবনে অনেক গুরুদায়িত্ব সততার সঙ্গে পালন করেছি। আমি ছাত্র জীবন থেকেই শ্রমিক আন্দোলন করছি। নীতি বিসর্জন দিলে এতোদিন শিল্পপতি হতে পারতাম। কিন্তু খেটে খাওয়া শ্রমিকদের সাথে কখনো কোনদিন বেইমানী করিনি। তাদেরকে প্রলোভন দেখিয়ে ঠকাইনি। গতকাল শনিবার টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। টঙ্গীর বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আতিকুল ইসলাম আতিকের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার, টঙ্গী থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাইল শিকদার বসু, সাবেক টঙ্গী পৌর প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন, গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি প্রভাষক বসির উদ্দিন আহমেদ, ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, টঙ্গী থানা ওলামাদলের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।