বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, শুধু নির্ধারিত সাংবাদিকরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেন। দলীয় ও তোষামোদকারী সাংবাদিক ছাড়া বিরুদ্ধ মতের কারো সেখানে প্রবেশের অনুমতি নেই।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়নে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। ‘রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদ’নামের একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেন ওইটা পছন্দ করে করে লোক ডাকে। যে একটু ত্যাড়াব্যাড়া ওর কোনো প্রবেশাধিকার নেই ওখানে। সেটা টিভির হোক, সোশ্যাল মিডিয়ার হোক, প্রিন্ট মিডিয়ার হোক। কেউ ঢুকতে পারবেন না।’
ভারত সফরের পর প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তাঁর নোবেল শান্তি পুরস্কার পেতে করণীয় বিষয়ে প্রবীণ এক সাংবাদিকের পরামর্শ অতীতের তোষামোদের সব রেকর্ড ভেঙে ফেলেছে বলে উল্লেখ করেন মাহমুদুর রহমান মান্না।
এই আলোচনায় অংশ নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরউল্লাহ চৌধুরী মাদকবিরোধী অভিযানের সমালোচনা করেন। তিনি বলেন, কক্সবাজারে পৌর কাউন্সিলর একরাম হত্যার বিষয়ে অডিও ও তাঁর পরিবারের আহাজারি সচেতন সবার বিবেককে নাড়া দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।