Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কৃষকের বাজেট সুপারিশমালা অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

কৃষি উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেটে কৃষি ও এর উপখাতগুলোতে বরাদ্দ ও বিশেষ গুরুত্ব দেয়ার সুপারিশ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করেছেন। গতকাল শনিবার অর্থমন্ত্রীর বাসভবনে সুপারিশমালা হস্তান্তর করা হয়। এবারের সুপারিশমালায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে কৃষিপণ্য বীমা, কৃষিপণ্য সংরক্ষণ ও কৃষকের পক্ষে বাজার উন্নয়নে বিশেষ পদক্ষেপ, সমন্বিতভাবে নদী ও খাল খননের উদ্যোগ, আগামী দিনের কৃষি উদ্যোক্তার সঙ্গে কৃষকের অংশীদারিত্বের একটি নীতিমালা প্রণয়ন এবং ফলন মৌসুমে কৃষিপণ্য আমদানি নিরুৎসাহিত করতে কর বাড়ানোর ওপর। এছাড়া মূল কৃষির জন্য ১৩ দফা, পোল্ট্রি শিল্পের জন্য ৫ দফা, মৎস্য খাতের জন্য ১১ দফা ও প্রাণিসম্পদ ও দুগ্ধ শিল্পের জন্য ৮ দফা সর্বমোট ৩৭ দফা সুপারিশ সম্বলিত একটি পুস্তিকা অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ