রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাল্য বিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরীদের ফল উৎসব অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী বাল্য বিবাহ প্রতিরোধ ও না করার শপথ গ্রহণ করেছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলায় অবস্থিত রওযাতুল মুত্তাকিন দাখিল মাদারাসার শিক্ষার্থীরা এই শপথ গ্রহণ করে।
মাদ্রসার কর্তৃপক্ষের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে ফল উৎসব ও অবহিতকরণ সভার আয়োজন করে। মাদরাসার সভাপতি পীরজাদা এমদাদুল্লাহ শাজলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, মাদরাসার সুপার রফিকুল ইসলাম, শিক্ষক মনির হোসেন, রেজাউল করিম ও সাদেকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। প্রমুখ। মাদরাসার সভাপতি পীরজাদা এমদাদুল্লাহ শাজলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোনো অভিভাবক যদি বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে প্রশাসনকে জানালে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবে। সভা শেষে আয়োজক কমিটি বাল্য বিয়ে না করার জন্য আহবান জানালে এ সময় শিক্ষার্থীরা বাল্য বিয়ে করব না, বাল্য বিয়ে রুখব বলে শপথ করেন। অনুষ্ঠানের অতিথিরা শিক্ষার্থীদের শপথ পড়ান। অনুষ্ঠানে শিশু শ্রমকে ও না বলা হয়। অনুষ্ঠানে সহযোহিতা করেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।