রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটিয়া উপজেলা আ’লীগের এক মত বিনিময় সভায় বর্তমান সংসদ সদস্যকে পরিবর্তন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বদলের দাবী জানিয়েছে সাবেক মহিলা এমপি চেমন আরা তৈয়ব। তার অভিযোগ বর্তমান এম.পি অনিয়ম দূর্নীতি করে গাড়ী বাড়ী, জায়গা সম্পত্তির মালিক সহ কোটি কোটি টাকার মালিক হয়েছে। ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন করেছে। এসবের তদন্ত সহ নির্বাচনে পটিয়া আসনে প্রার্থী বদল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি দাবী জানান। গত বৃহস্পতিবার পটিয়া রয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক ইফতার মাহফিল ও মতবিনিয়ম সভায় তিনি এ দাবী করেন। পটিয়া উপজেলা আ’ লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাসির, সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, এম,এ জাফর, মুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিন চৌধুরী, এডভোকেট আবদুর রশিদ, মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, আ’লীগ নেতা সেলিম নবী, মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।