পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি নেতারা অসুস্থ হলেও সরকারকে দায়ী করতে পারেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। তিনি বলেন, সামনে যদি মির্জা ফখরুল কিংবা রিজভী আহমেদ অসুস্থ হলে তারা বলে বসতে পারেন, এই অসুস্থতার জন্য সরকার দায়ী।
গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের নেত্রী জলে যাওয়ার পর তারা কী খেই হারিয়ে ফেলেছেন? সকল কিছুতেই তারা সরকারকে দোষ দেয়া শুরু করেছেন। সামনে যদি মির্জা ফখরুল কিংবা রিজভী আহমেদ অসুস্থ হলে তারা বলে বসতে পারেন, এই অসুস্থতার জন্য সরকার দায়ী।
এ সময় তিনি বলেন, বেগম জিয়ার জামিন দেয়া বা বাতিল করা আদালতের বিষয়, এখানে সরকারের কিছুই করার নেই। জাতীয় নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।