বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় টেঁটাবিদ্ধদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আলীপুরা গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মেম্বারের সঙ্গে কাজী বাড়ীর করিমের দ্ব›দ্ব চলে আসছিল। এর জের ধরে গতকাল সন্ধ্যায় কামালের সমর্থকরা করিমের ভাই রবিউল্লাকে মারধর করে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে পুনরায় কামালের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে কাজী বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।