Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টার এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম

সাতকানিয়ার বায়তুল ইজ্জ্বতস্থ বর্ডার গার্ড বাংলাদেশের একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানামালার আয়োজন করা হয়। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ইফতার মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ হলে আয়োজিত অনুষ্ঠানে বিজিটিসিএন্ডসি এর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন এনডিসি, পিএসসি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ডেপুটি কমান্ড্যান্ট কর্ণেল শাম্মি ফিরোজ, পিএসসি, জি+, বিজিটিসিএন্ডসি এর এয়ার উইং কমান্ডার কর্ণেল মোঃ মাহবুবুর রহমান, পিএসসি, বিজিটিএন্ডসি এর ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল গাজী মো. আহসানুজ্জামান, এসপিটি, জি, বিজিটিসিএন্ডসি এর অতিরিক্ত পরিচালক (সমন্বয়) মেজর আবদুল্লাহ আল মাহমুদ, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহফুজ উন নবী খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ ও সীমান্ত ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মো: রকিব মিয়াসহ বিজিবির প্রশিক্ষক, প্রশিক্ষনার্থী বিজিবির পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার সকালে বর্ডার গার্ডের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ