Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেরোবিতে বিশৃঙ্খলা রোধে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

রংপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বঙ্গবন্ধু পরিষদ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডি.লিট ডিগ্রী অর্জনে অভিনন্দন ও বেরোবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই আহবান জানানো হয়। একই সাথে যারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে নানাভাবে ষড়যন্ত্র করছে এবং নিজেদের আখের গোঁছাতে বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঙ্গবন্ধু পরিষদের বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, রংপুরের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও আবেগের ফসল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকল্পে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য শেখ হাসিনার নামে অত্যাধুনিক মানের ১০ তলা বিশিষ্ট একটি ছাত্রী হল এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার নামানুসারে প্রতিষ্ঠিত ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের ১০ তলা ভবন নির্মাণ কাজ চলছে। কিন্তু বর্তমার সরকারের সাফল্যে ঈর্শ্বান্বিত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করে এর উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তারা বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে সারাদেশে সরকার বিরোধী আন্দোলনের পাঁয়তারা করার অপচেষ্টাও চালানো হচ্ছে। এই চক্রটিই সময় অসময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজেকে বাধা প্রদান করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ