Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬৬ মিলিয়ন ডলারে ‘বন্ড’ সিরিজে ফিরলেন ড্যানিয়েল ক্রেইগ

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

২০১৫তে ‘বন্ড’ সিরিজের ‘স্পেক্টার’ মুক্তি পাবার চলচ্চিত্রটির মূল চরিত্র জেমস বন্ড জিরোজিরোসেভেন-এর অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ জানিয়েছিলেন ‘একটি গøাস ভেঙে ভাঙা টুকরো দিয়ে তিনি কবজি কেটে ফেলবেন’ তবুও আরেকটি ‘বন্ড’ ফিল্মে কাজ করবেন না। সেই থেকে কত যে গুজব। কেউ বলেন টম হার্ডি করবেন, কারও কথা এডি রেডমেইন। কৃষ্ণাঙ্গ বা নারী জিরোজিরোসেভেনের সম্ভাবনার কথাও শোনা গেছে। কিন্তু ড্যানিয়েলই ফিরেছেন সিরিজের ২৫তম ফিল্মটিতে। এটি হবে তার ক্যারিয়ারের পঞ্চম বন্ড ফিল্ম। শন কনরি এবং রজার মুর ৭টি করে বন্ড ফিল্মে অভিনয় করেছেন।
জানা গেছে ইতোমধ্যে ক্রেইগ স্পেনের কার্দোনাতে তার পঞ্চম আর সিরিজের ২৫তম ফিল্মের সেটে যোগ দিয়েছেন। পর্বের সাময়িক নাম ‘বন্ড ২৫’।
কিন্তু, এতো অনিচ্ছা সত্তে¡ও তিনি সিরিজে ফিরলেন? ক্রেইগ জানিয়েছে শুধু অর্থের জন্যই এই ফেরা? যতটুকু জানা গেছে ফিল্মটির জন্য তিনি সম্মানী হিসেবে পাবেন ৫৫৬ কোটি টাকার সমতুল্য ৬৬ মিলিয়ন ডলার।
শুধু কি অর্থ? ১৯৬২ সালে ‘ড. নো’ দিয়ে সিরিজ শুরু হবার পর ক্রেইগই সম্ভবত কনরির তুলনীয় সবচেয়ে আকাক্সিক্ষত ‘বন্ড’ অভিনেতা।
‘বন্ড ২৫’ পরিচালনা করছেন ‘স্লামডগ মিলিয়নেয়ার’-খ্যাত ড্যানি বয়েল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ