বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের পুনঃভোট গ্রহণে ৩১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং ৯ ও ১০ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর চূড়ান্ত হয়েছে। ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত ৯নং ওয়ার্ডে বিএনপির মাজেদা খাতুন ও সংরক্ষিত ১০নং ওয়ার্ডে আওয়ামী লীগের লুৎফুন নেছা লুৎফা বিজয়ী হয়েছেন।
গতকাল বুধবার রাতে কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়। লুৎফুন নেছা লুৎফা সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের পূর্বের স্থগিত থাকা দুই কেন্দ্রে ৮৪২ ভোট পেয়েছেন এবং মাজেদা খাতুন সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুমা খাতুনের থেকে ২২৬ ভোট বেশি পেয়েছেন। ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী আরিফ হোসেন মিঠু স্থগিত থাকা দুই কেন্দ্রে ১০০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন মুক্তার ছেলে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল পেয়েছেন ৪২৮ ভোট। এছাড়া এসএম আসাদুজ্জামান রাসেল ৯৮ ভোট পেয়েছেন। বিজয়ী এই তিন প্রার্থী পূর্বের ঘোষিত ফলাফলে প্রতিপক্ষের তুলনায় প্রাপ্তভোটে এগিয়ে ছিলেন। গত ১৫ মে অনিয়মের অভিযোগে এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এর আগে গতকাল বুধবার সকাল ৮টা থেকে স্থগিত থাকা নগরীর ২৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের তিন কেন্দ্রের পুনঃভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া কেন্দ্রের নিরাপত্তায় ২২ জন করে অস্ত্রধারী পুলিশের পাশাপাশি তিনজন অস্ত্রধারীসহ ১৭ জন আনসার সদস্য, র্যাবের চারটি মোবাইল টিম, পুলিশের তিনটি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স, এক প্লাটুন বিজিবি মোতায়েন ছিল।
রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, ইকবাল নগর স্কুল কেন্দ্রে ৪৬.৯৪%, লবনচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৭% এবং ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে ৪৭.৪৩% ভোট পড়ে। বুধবারের ভোটে সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী মাজেদা খাতুন ৪৪১ ও রুমা খাতুন ৫৪৭ ভোট পেলেও ১৫ মে’র নির্বাচনে মাজেদা খাতুন ১২ হাজার ১৯৪ ও রুমা খাতুন ১১ হাজার ৮৬১ ভোট পাওয়ায় সব মিলিয়ে মাজেদা খাতুনই এগিয়ে থাকেন। অর্থাৎ মাজেদা খাতুনের সর্বমোট প্রাপ্তভোট ১২ হাজার ৬৩৫ ও তার নিকটতম প্রার্থী বর্তমান কাউন্সিলর রুমা খাতুনের প্রাপ্তভোট ১২ হাজার ৪০৮। সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডে গতকালের ভোটে লুৎফুন নেছা ৮৪২ এবং রোকেয়া ফারুক ৭১৮ ভোট পান। দু’দিনের ভোট মিলিয়ে লুৎফুন নেছা ১৪ হাজার ৬৩৬ এবং তার নিকটতম প্রার্থী বর্তমান কাউন্সিলর মিসেস রোকেয়া ফারুক পান ১৩ হাজার ৫৫ ভোট। অপরদিকে সাধারণ ৩১ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন মুক্তার ছেলে মো. আরিফ হোসেন গতকালের ভোটে পান এক হাজার ৮ ভোট এবং বর্তমান কাউন্সিলর অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল পান ৪২৮ ভোট। সব মিলিয়ে মো. আরিফ হোসেন মিঠুর প্রাপ্তভোট চার হাজার ৮১২ এবং তার নিকটতম প্রার্থী বর্তমান কাউন্সিলর অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের প্রাপ্তভোট তিন হাজার ৫৬।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।