Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও টানা পতন পুঁজিবাজারে : আশ্বাসেও ফিরছে না আস্থা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১০:২৫ পিএম, ৩০ মে, ২০১৮

পুঁজিবাজারের বিভিন্ন মহল থেকে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। কিন্তু সেসব আশ্বাসেও বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না। টানা তিন কার্যদিবস ধরে সূচকের পতনে বিনিয়োগকারীরা অস্থির হয়ে উঠছেন। গতকাল বুধবার ও সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে সূচকের উত্থান থাকলেও শেষ দুই ঘন্টার তিন খাতের সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। খাতগুলো হলো- ব্যাংক, প্রকৌশল এবং বীমা। গতকাল সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬১ কোটি টাকা।
বিভিন্ন সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে পুঁজিবাজার সংক্রান্ত প্রস্তাবগুলো বিবেচনা করা হবে বলে মঙ্গলবার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যার জের ধরে গতকাল (বুধবার) লেনদেনের শুরুতে উত্থান থাকলেও শেষ দুই ঘন্টায় ব্যাংক, বীমা এবং প্রকৌশল খাতের সেল প্রেসার বেড়ে যায়। যার পরিণতিতে বাজারে পতন ঘটে। দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দুই পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক চার পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৪৬১ কোটি ৩০ লাখ ৪৮ হাজার টাকা। এর আগের কার্যদিবস অর্থাৎ গত মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৪০৯ পয়েন্টে। ওইদিন লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার টাকা। সে হিসেবে গতকাল ডিএসইতে লেনদেন কমেছে ১০৩ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা।
এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পতন

৩১ মার্চ, ২০২২
২ মার্চ, ২০২২
২৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ