Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বসুন্ধরা পেপার আইপিও লটারির ড্র অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ১২:০০ এএম

পুঁজিবাজারে প্রবেশ করতে যাওয়া বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আইপিওতে আবেদনকারী সাধারণ, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র এবং প্রবাসী বিনিয়োগকারীদের কোটা অনুযায়ী শেয়ার বরাদ্দের জন্য এ লটারির ড্র অনুষ্ঠিত হয়। এতে মোট এক কোটি চার লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও বসুন্ধরা গ্রæপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, কোম্পানির স্বতন্ত্র পরিচালক খাজা আহমেদুর রহমান, কোম্পানির সচিব এম নাসিমুল হাই এফসিএ, সিএফও মির্জা মুজাহিদুল ইসলাম এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধি বদরুল ইসলাম শাওনসহ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত ৩০ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বসুন্ধরা পেপার মিলসের আইপিও’র জন্য আবেদন করেন বিনিয়োগকারীরা। এতে বসুন্ধরা গ্রুপের একটি শেয়ারের লট পেতে নয় গুণের বেশি আবেদন জমা পড়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুক বিল্ডিং পদ্ধতিতে দুই কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬৬৭টি শেয়ারের বিনিময়ে পুঁজিবাজার থেকে ১৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৫২ টাকা সংগ্রহ করতে কোম্পানিটিকে চলতি বছরের ৩০ জানুয়ারি অনুমোদন দেয় কমিশন। এর আগে গত বছরের (২০১৭) ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত টানা তিনদিন (৭২ ঘণ্টা) ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে কোম্পানির শেয়ারের নির্ধারিত কাট অব প্রাইস ৮০ টাকা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বসুন্ধরা

৭ জুলাই, ২০২২
২৯ এপ্রিল, ২০২২
২৪ এপ্রিল, ২০২২
১০ এপ্রিল, ২০২২
৬ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ