বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে উপজেলা পর্যায়ে ফেনী আলীয়া কামিল মাদরাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও অত্র মাদরাসার অধ্যক্ষ মাও.মোঃ মাহমুদুল হাছান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে মাদরাসা ও প্রতিষ্ঠান প্রধানদেরকে এসব সম্মানে ভূষিত করে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম। অধ্যক্ষ মাও. মোঃ মাহমুদুল হাছান বলেন ফেনী আলীয়া কামিল মাদরাসা ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান, এই মাদরাসাটি ফেনী জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পদক লাভ করায় আমি অত্যান্ত আনন্দিত এবং ফেনী আলীয়া মাদরাসার পক্ষ থেকে ফেনী বাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ভবিষ্যতে ও এ মাদরাসা বিভিন্ন পর্যায়ে জেলার মধ্যে গৌরব অর্জন করতে পারে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।