নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : লিভারপুলের তারকা মোহাম্মাদ সালাহকে ইচ্ছাকৃত আঘাত করেছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসÑ স্প্যানিশ ডিফেন্ডারের উপর এমন অভিযোগ এনে তাকে শাস্তির ব্যাপারে অনলাইনে একটি পিটিশন জারি করা হয়েছে। উয়েফা ও ফিফা বরাবর করা এই পিটিশনে সহমত পোষণ করে প্রায় পাঁচ লক্ষ সালাহ ভক্ত সাক্ষরও করেছেন।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমার্ধে বলের দখল নিতে গিয়ে সালাহকে ফেলে দেন রামোস। এই ঘটনায় কার্ড তো দুরের কথা ফাউলের বাঁশিও বাজাননি রেফারি। আঘাত পেয়ে অশ্রæসিক্ত চোখে মাঠ ছাড়েন সালাহ। এই ঘটনার আগ পর্যন্ত ম্যাচে আধিপত্য ছিল লিভারপুলের। পরে খেই হারিয়ে ৩-১ গোলে হেরে ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন চূর হয় অল রেডদের।
প্রিমিয়ার লিগের দলটির স্বপ্ন তো ভেঙেছেই, সেই সাথে স্বপ্ন ভেঙে যায় মিশরেরও। যার কাঁধে চড়ে ১৯৯০ সালের পর আবারো তাদের বিশ্বমঞ্চে ফিরে আসা সেই তারকাকে ছাড়া রাশিয়া মিশন যে তাদের কাছে দুঃস্বপ্নের মতই ঠেকছে। ২৫ বছর বয়সীর কাঁধের ইনজুরি এতটাই মারাত্মক যে বিশ্বকাপ মিস করতে পারেন তিনি। যদিও মিশর ও সালাহ’র পক্ষ থেকে বার বার বলা হচ্ছে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। চিকিৎসার উদ্দেশে বর্তমান স্পেনে অবস্থান করছেন সালাহ।
তবে এসব আশ্বাসকে পাত্তা না দিয়ে মোহাম্মাদ সালাহ আব্দেল হাকিম নামের এক ব্যক্তি অনলাইনে পিটিশন জারি করেন। যার পক্ষে গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত সাক্ষর করেছেন প্রায় পাঁচ লক্ষ্য ভক্ত। পিটিশনে বলা হয়েছে, ‘সার্জিও রামোস উদ্দেশ্যমূলকভাবে মোহাম্মদ সালাহ’র কাঁধে আঘাত হানে। যার দরুণ শুধু ম্যাচের বাকি সময় নয়, ফিফা বিশ্বকাপ ২০১৮’ও তিনি মিস করবেন।’
সেখানে আরো বলা হয়, ‘ভবিষ্যত ফুটবলারদের জন্য সার্জিও রামোস খুবই বাজেধরনের উদাহরণ। দৃশ্যত ম্যাচটি তারা স্বচ্চভাবে জিতলেও সে এমন কৌশল অবলম্বন করেছে যা খেলার গতি ও স্বচ্ছতা নষ্ট করেছে। খেলার স্বচ্ছতা নিশ্চিত করতে উয়েফা ও ফিফার উচিত ভিডিও ফুটজে দেখে রামোসের মত খেলোয়াড়দের বিপক্ষে কার্যকরী পদক্ষেপ নেওয়া।’
এদিকে মিশরের এক আইনজীবি ফিফার বিপক্ষে মাললা করার ঘোষণা দিয়েছেন। বাসিম ওয়াবাহ সামের সেই ভ্যক্তি এক টেলিভিশন সাক্ষাতকারে বলেন, ‘রামোস শারীরিক ও মানষিকভাবে সালাহ ও মিশরীয়দের যেভাবে হেনস্তা করেছে তার জন্য ১ বিলিয়ন ইউরো জরিমানা দেওয়া উচিত।’ তার মতে, ‘রামোস উদ্দেশ্যপ্রনিতভাবে সালাহকে ইনজুরিতে ফেলে এবং এজন্য তার শাস্তি হওয়া উচিত।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।