Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের বিপক্ষে তরুণ আফগানিস্তান

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে নজর কেড়েছিলেন দারবিশ রাসুলি। এরপর প্রথম শ্রেণির ক্রিকেটেও শুরুটা হয়ছে অবিশ্বাস্য। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে খেলেছেন ১৫৪, ২৪৯ ও অপরাজিত ২০০ রানের ইনিংস। সেই প্রতিভা আর পারফরম্যান্সের পুরস্কার মিলল। ১৮ বছর বয়সী ব্যাটসম্যান জায়গা পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আফগানিস্তান দলে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আফগান নির্বাচকরা জোর দিয়েছেন তারুণ্যে। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের যে স্কোয়াড, সেখান থেকে মাত্র ৫ জন আছেন বাংলাদেশের বিপক্ষে দলে।
অধিনায়ক আসগর স্টানিকজাই, অলরাউন্ডার মোহাম্মদ নবি, ওপেনার মোহাম্মদ শাহজাদ, দুই স্পিনার মুজিব উর রেহমান ও রশিদ খানসহ শীর্ষ ক্রিকেটারদের প্রায় সবাই অবশ্য আছেন। চোটের কারণে নেই পেসার দওলত জাদরান। প্রায় ১৫ মাস পর ফিরেছেন ব্যাটসম্যান নাজিব তরাকাই।
আগামী ৩, ৫ ও ৭ জুন দেরাদুনে হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি তিনটি।
টি-টোয়েন্টির আফগানিস্তান দল : আসগর স্টানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রেহমান, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকউল্লাহ, দারবিশ রাসুলি, মোহাম্মদ নবি, রশিদ খান, গুলবদন নাইব, করিম জানাত, শরাফুদ্দিন আশরাফ, শাপুর জাদরান, আফতাব আলম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ