মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইসরাইল সীমান্তে শুধু সিরিয়ার সেনা মোতায়েন রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে শুধু সিরিয়ার সেনা মোতায়েন থাকবে। কোন সন্ত্রাসী গোষ্ঠী নয়। সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খবরে বলা হয়, সিরিয়ার এই অঞ্চলে ইসরাইল ও জর্দানের সঙ্গে সীমান্ত রয়েছে। বর্তমানে অঞ্চলটি আসাদ বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে। স¤প্রতি সেখানে বিদ্রোহীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যেই বিদ্রোহীদের প্রতি আত্মসমর্পণের আহবান জানিয়ে সেখানে বিমান থেকে লিফলেট বিতরণ করেছে কর্তৃপক্ষ। এতে তাদেরকে অস্ত্রসমর্পণ করে অন্যত্র চলে যেতে বলা হয়েছে। অন্যথায় সরকারি বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান শুরু করবে। ইসরাইলের আশঙ্কা, সিরিয়ার সরকারি বাহিনী অভিযান পরিচালনা করলে তা দখলকৃত গোলান হাইতের কাছে অবস্থিত অঞ্চলটিতে ইরানের উপস্থিতির সুযোগ করে দেবে। দেশটি বরাবরই বলে আসছে, এই ভূখÐে ইরানের সেনাবাহিনীর সরাসরি অবস্থান মেনে নেবে না ইহুদীরা। সোমবার সে বিষয়েই ইসরাইলকে আশ্বস্ত করলেন ল্যাভরভ। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।