Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নতুন প্রধানমন্ত্রী হলেন কার্লো কোতারেল্লি

আগাম নির্বাচনের পথে যেতে পারে ইতালি

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইতালির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতিবিদ কার্লো কোতারেল্লির নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লা। ফলে কোনও অরাজনৈতিক ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন কোতারেল্লি। জানা গেছে, ইতালির প্রধানমন্ত্রী পদের জন্য আলোচনায় ছিলেন জুসেপ্পে কন্তে। কিন্তু কন্তের পছন্দের অর্থমন্ত্রীকে নিয়োগে আপত্তি জানান প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লা। আর এ কারণেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন না বলে জানিয়েছেন কন্তে। এদিকে প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লা বলেন, তিনি কন্তের সব প্রস্তাব মেনে নিয়েছেন। কিন্তু পাওলো স্যাভোনাকে সমর্থন করতে পারবেন না। কারণ পাওলো ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতার বিরোধী। অপরদিকে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের ফলে জনপ্রিয় রাজনৈতিক দলগুলো ক্ষোভ প্রকাশ করেছে, যারা জোটের মাধ্যমে সরকার গঠনের চেষ্টা করে আসছে। রাজনৈতিক দল ফাইভ স্টারের নেতা লুইজি ডি মাইও প্রেসিডেন্ট অভিসংশনের আহŸান জানিয়েছেন। এতে আগাম নির্বাচন আয়োজনের দিকে যেতে পারে দেশটি। মার্চে নির্বাচনের পর থেকে সরকারহীন অবস্থায় রয়েছে ইতালি। নির্বাচনে কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এই অবস্থা সৃষ্টি হয়। ফাইভ স্টার পার্টি আরেকটি ডানপন্থী দল লিগ-এর সঙ্গে জোট গঠন করে সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিবিসি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ