Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫৯ হিন্দু রোজা রাখছেন তিহার কারাগারে

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের তিহার কারাগারে মুসলিম বন্দিদের সঙ্গে সঙ্গে ৫৯ হিন্দু কয়েদিও পবিত্র রমজান মাসের রোজা পালন করছেন। দেশটির সবচেয়ে জনবহুল ওই কারাগারে বর্তমানে দুই হাজার ২৯৯ মুসলিম কয়েদি রয়েছেন। তাদের অনুসরণ করে রোজা রাখছেনই কারাগারটির হিন্দু কয়েদিরা। তবে তারা ভিন্ন কারণে রোজা রাখছেন বলে জানিয়েছেন। কারা কর্মকর্তাদের ৪৫ বছর বয়সী এক নারী কয়েদি জানিয়েছেন- তিনি ছেলের মঙ্গল কামনা করে রোজা রাখছেন। অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে এ নারীকে গ্রেফতার করা হয়েছে। তার মামলাটি আদালতে বিচারাধীন। অন্য এক কয়েদি জানিয়েছেন, দ্রæত কারামুক্তির আশায় তিনি রোজা রাখছেন। কয়েক মাস আগে কারাগারে আসা ২১ বছর বয়সী একজন বন্দিও রয়েছেন রোজাদার হিন্দুদের মধ্যে। রোজা রাখার সম্পর্কে তিনি বলেন, তার সঙ্গে থাকা মুসলিম কয়েদিরা রোজা রাখছেন। তাদের সঙ্গে যোগ দিতে তিনিও রোজা রাখছেন। সারা দেশের সব কারাগারের মধ্যে তিহার কেন্দ্রীয় কারাগারে ১৫ হাজার বন্দি রয়েছেন। এর মধ্যে ৯৭ জন নারী কয়েদি রোজা রাখছেন। হিন্দু কয়েদিদের রোজা রাখার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারাকর্মকর্তা বলেন, কারাগারের ভেতরে বন্দিদের হাতে একটা জিনিসই থাকে, তা হল সময়। তাদের সবাই নিজ নিজ মুশকিলের মধ্যে আছেন। অনেক বন্দিই মতপথ বদলান এবং ধর্মীয়ভাবে তাদের মুশকিল আসান চান। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ