Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন মাশরাফি, সাকিবও হতে পারেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ৩:৩২ পিএম | আপডেট : ৮:১৬ পিএম, ২৯ মে, ২০১৮

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (২৯ মে) শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।মন্ত্রী আরও বলেন, ‘চাইলে ক্রিকেটার সাকিব আল হাসানও নির্বাচন করতে পারেন।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের একটি আসন থেকে প্রার্থী হবেন।’
তিনি (মাশরাফি) কোন দলের হয়ে নির্বাচন করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘ মাশরাফি যে দলের হয়েই নির্বাচন করুক না কেন, সে ভালো মানুষ। আপনারা তাকে ভোট দেবেন কেউ যদি ওই এলাকার ভোটার হন।’
অপর প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চাইলে ক্রিকেটার সাকিব আল হাসানও নির্বাচন করতে পারেন। এটি তার একান্তই নিজের ইচ্ছা। নির্বাচন করতে তো কোনও সমস্যা নাই।’
এর আগে এনইসির মিলনায়তনে একনেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৩টি প্রকল্প অনুমোদন হয়েছে। এই ১৩ প্রকল্পে প্রাক্কলন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫১৮ কোটি টাকা। বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ