প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : বেশ কয়েক বছর ধরেই শোবিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। শোবিজের চেয়ে স্বামী-সন্তান নিয়ে সাংসারিক কাজেই বেশি মনোযোগ দিয়েছেন। বলা যায়, মিডিয়াকে অলিখিতভাবেই বিদায় জানিয়েছেন। তার এই বিদায় আরও পাকাপোক্ত হলো আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতে চলে যাওয়ায়। গত ৭ এপ্রিল শ্রাবন্তী, তার স্বামী খোরশেদ আলম, দুই সন্তান রাবিয়া আলম ও সাবেরা আলমকে নিয়ে আমেরিকায় চলে গেছেন। ইতোমধ্যে তারা আমেরিকার ইমিগ্রেশন লাভ করেছেন। সেখানে গিয়ে প্রথমে মেরিল্যান্ডে বসবাস করবেন। তারপর অন্য কোথাও স্থায়ী হবেন। যাওয়ার আগে শ্রাবন্তী বলেন, ‘জীবনের অর্ধেকটা সময়ই মিডিয়াতে কাজ করেছি, অভিনয় করেছি, মডেল হিসেবে কাজ করেছি। সুখে-দুঃখে মিডিয়ার মানুষদের সঙ্গেই সময় কেটেছে আমার। তাই প্রতি মুহূর্তে এই অঙ্গনটাকে খুব মিস করি এবং করবোও। তবে একজন নারীর পরিপূর্ণতা আসে সংসার জীবনে, তাই সেই সংসার জীবনকে গুরুত্ব দিয়ে আমার দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমেরিকায় চলে যাচ্ছি। জীবনে প্রত্যেক মানুষেরই অনেক কিছু করতে ইচ্ছে করে। কিন্তু সবসময় মানুষ তার ইচ্ছেমতো চলতে পারে না। আমার ভক্ত, দর্শক, সহকর্মী এবং আমার সাংবাদিক ভাই-বোনদের বলছি-আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।